ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিতর্কমূলক মন্তব্য করে তিনি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। তার মন্তব্যকে 'অশ্লীল' বলে আখ্যায়িত করেছে বিরোধী দল কংগ্রেস।
মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, "দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।" একই পোস্টে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তার ১২০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।
তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। কঙ্গনা আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য কৃতিত্ব দেন, যা অনেকের কাছে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এই মন্তব্যের জেরে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে কঙ্গনার কঠোর সমালোচনা করে বলেন, "বিজেপি সাংসদ কঙ্গনা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাকে অশ্লীলভাবে কটাক্ষ করেছেন। জাতির পিতা আছেন, পুত্র আছেন, শহিদ আছেন, সবারই সম্মান প্রাপ্য।"
কঙ্গনার এ ধরনের বিতর্কিত মন্তব্যে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে কংগ্রেস নেতারা তার মন্তব্যকে অশ্লীল ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে শিগগিরই ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’-তে। তবে ছবিটি সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় আটকে আছে।