দেশকে নতুনভাবে গঠনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান

Date: 2024-09-29
news-banner

দেশকে নতুনভাবে গঠনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী এবং ফটিকছড়ি থানা জামায়াতের আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার।

এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাকলিয়া থানা জামায়াতের আমীর ও সাবেক মহানগর সভাপতি আব্দুল জব্বার, সাবেক মহানগর উত্তর সভাপতি সাইফুদ্দিন খালেদ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি শওকত আলী, থানা জামায়াতের সেক্রেটারি ইউছুফ বিন সিরাজ, এডভোকেট ইসমাঈল গনি, এডভোকেট আলমগীর ইউনুস, শহিদুল ইসলাম আজিজি, মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নুরুল আমিন তাঁর বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য ছাত্রশিবিরের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামীতেও দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

Leave Your Comments