ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন করে ভর্তি ১১৩৪ জন
Date: 2024-11-09
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে নতুন করে ১১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তির তালিকায় বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রামে ১৬৩ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২৬১ জন, ঢাকার উত্তর সিটিতে ২৪৩ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৫ জন রোগী অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১১০ জন, রাজশাহীতে ৩৩ জন, ময়মনসিংহে ৪১ জন, সিলেটে ২ জন এবং রংপুর বিভাগে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত একদিনে ৯৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ২৭৩ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭১ হাজার ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরের তুলনায় চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতি এখনো কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, তা উদ্বেগজনক। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের মশার কামড় থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more