দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। শনিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৩১ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরের। একই সময়ে হাসপাতাল থেকে ৭৮০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ হাজার ৮১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭ হাজার ৯৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ নয়। অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, বৃষ্টির মৌসুমে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে, তাই মশার বিস্তার রোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, শুধুমাত্র জনসচেতনতা বা জরিমানা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশা নিধনে সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। সে বছর ডেঙ্গুতে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।