ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭৭ জনে। একই সময়ে এক হাজার ২৪৮ জন নতুন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন রয়েছেন। এ সময় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সর্বাধিক ৪৪৫ জন রোগী রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন ও দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬৭ জন। সিটি করপোরেশন এলাকার বাইরে ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, রংপুরে ২৩ জন এবং সিলেট বিভাগে চারজন রোগী ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গু পরিস্থিতি বৃদ্ধি পেলেও, ২০২৩ সালের জুন মাস থেকে এটি ভয়াবহ আকার ধারণ করেছে। গত বছর দেশে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন চিকিৎসা নিয়েছিলেন। ২০১৯ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল, সেই সময় আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের।
২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গু সংক্রমণ কম হলেও, ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন, এবং মৃত্যু হয় ১০৫ জনের।