দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১২৯৮ জন রোগী।
রোববার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত এক দিনে সারাদেশে ১৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৪৫ হাজার ৬৯০ জন রোগী ডেঙ্গু থেকে সেরে উঠেছেন।
ভর্তি রোগীদের বিবরণ:
নতুন ভর্তির তালিকায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি রোগী রয়েছেন। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, অন্যান্য বিভাগেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের পরিসংখ্যান:
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৯ হাজার ৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৪৭ জন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা সচেতনতা বাড়ানোর পাশাপাশি, মশা নিধন কার্যক্রম ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করছেন।