ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত সংখ্যা ছাড়ালো ৬০ হাজার

Date: 2024-10-30
news-banner
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,১৫৪ জন। এর ফলে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজারে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫০ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭ জন রয়েছেন। খুলনা বিভাগে ১৪৫ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সবার আরও সচেতনতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

Leave Your Comments