ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ১৭৭

Date: 2024-10-03
news-banner

 দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৩ জন, ঢাকা বিভাগে ১৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৩ জন রয়েছেন। খুলনা বিভাগে ১১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪,১২১ জনে পৌঁছেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯১৮ জন, যা এ বছরে মোট সুস্থতার সংখ্যা ৩০,৩৯৩ জনে নিয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জনসাধারণকে মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave Your Comments