ডেঙ্গু পরিস্থিতি অবনতি ঘটছে দেশে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬১ জন রোগী। শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন ভর্তিকৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪১ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১৬৯ জন রয়েছেন। ঢাকার মধ্যে, উত্তর সিটিতে ২২৪ জন এবং দক্ষিণ সিটিতে ১৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, খুলনা বিভাগে ১০৫ জন, রাজশাহী বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।