ঢাকা, ৪ অক্টোবর: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালগুলোতে আরও ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪,৪৩৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ৩৯৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩,৪৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে ১,৭৫৬ জন ঢাকার হাসপাতালে এবং ঢাকার বাইরে ১,৭১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বন এবং যথাযথ ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।