ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

Date: 2024-10-29
news-banner

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যুর পর চলতি বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৬ জনে। এ সময় আরও ১,৩১২ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার ফলে এই বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা পৌঁছেছে ৫৯,৪২০ জনে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪,০১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১,৯৫০ জন এবং ঢাকার বাইরে ২,০৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১,২৬০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। গত বছর দেশে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মারা গিয়েছিলেন, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড।

২০১৯ সালে ১,০১,৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং প্রায় ৩০০ জন মারা যান। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গু সংক্রমণ কম থাকলেও ২০২১ সালে ২৮,৪২৯ জন এবং ২০২২ সালে ৬২,৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল।

ডেঙ্গু সংক্রমণের এ ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

Leave Your Comments