গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০ জন
Date: 2024-10-02
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এবং নতুন করে ১ হাজার ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জনে।
বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৪৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১ হাজার ৬৯৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১ হাজার ৭৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর এই ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more