গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭০ জন

Date: 2024-10-02
news-banner

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে, এবং নতুন করে ১ হাজার ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৪৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১ হাজার ৬৯৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১ হাজার ৭৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুর এই ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং মশা নিধন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Leave Your Comments