ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪৩ জন

Date: 2024-09-21
news-banner

স্বাধীন ডেস্ক :

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, হাসপাতালের নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভিন্ন বিভাগের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বরিশাল বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬২ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২১ জন, এবং ময়মনসিংহ বিভাগে ৯ জন।


Leave Your Comments