জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ২০২১ সালের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১৯১২টি কলেজের মোট ৩ লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২৪ হাজার ৫৭১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ।
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে তাদের ফলাফল দেখতে পারবেন।