ডিসেম্বরেই ২৫ ক্যাডারের যোগ্য উপসচিবদের পদোন্নতি: অতিরিক্ত সচিব

Date: 2024-12-03
news-banner

চলতি ডিসেম্বর মাসের মধ্যেই প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫টি ক্যাডারের যোগ্য উপসচিবদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান বলেন, "প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির জন্য উপযুক্ত উপসচিবদের চিহ্নিত করে কাজ চলছে। এসএসবির (সিনিয়র স্ট্যান্ডিং বোর্ড) সদস্যরা আমাদের বলেছেন, ‘এই কাজটি আগে শেষ করুন।’ আমরা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছি। দুই-এক দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

তিনি আরও জানান, যাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) বা বিভাগীয় প্রসেডিং (ডিপি) সংক্রান্ত জটিলতা রয়েছে, তারা পদোন্নতির আওতায় আসবেন না। ১৯৪ জন উপসচিবের মধ্যে বিভিন্ন কারণে সবাই যোগ্য নন। তবে যারা যোগ্য, তাদেরই পদোন্নতি দেওয়া হবে।

এর আগে, ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সাবেক এপিডি মো. আব্দুর রউফ জানিয়েছিলেন, বিষয়টি ইতিবাচকভাবে দেখার জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড বিষয়টি পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেবে।

পদোন্নতির এই প্রক্রিয়া চলতি মাসেই শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান মো. ওবায়দুর রহমান।

Leave Your Comments