আড়াইহাজারে ডিবি পরিচয়ে ব্যাংক এজেন্টকে অপহরণ করে ১৩.৫ লাখ টাকা ছিনতাই

Date: 2024-11-04
news-banner

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামের বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের পরিচালক। বিল্লাল জানান, তিনি আড়াইহাজার শহরের ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা তুলে কালাপাহাড়িয়া ইউনিয়নের এজেন্ট ব্যাংক শাখায় যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রাকালে শিবপুর ব্রিজের কাছে একটি সাদা প্রাইভেটকার তাদের পথরোধ করে।

প্রাইভেটকার থেকে ৪-৫ জন ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নেন এবং রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পৌঁছে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Leave Your Comments