সাবেক কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Date: 2024-10-27
news-banner

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজমকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির লালবাগ জোনের সাবেক ডিসি মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মীর আশরাফ নিজেই বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আবেদনে মীর আশরাফ উল্লেখ করেন যে, অভিযুক্তরা তাকে বারবার হয়রানি এবং হত্যার হুমকি দিয়েছেন এবং গত কিছুদিনে বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। আদালত শুনানি শেষে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করার নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম এবং উপ-পরিদর্শক পলাশ চৌধুরী দীপন। মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা রাজনৈতিক কারণে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়ে মীর আশরাফকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ঘটনায় মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave Your Comments