মোবাইল না কিনে দেওয়ায় স্কুল ছাত্রীর আত্নহত্যা

Date: 2024-09-19
news-banner

স্বাধীন ডেস্ক :

মাদারীপুরের ডাসার উপজেলায়  ভিডিও বানানোর জন্য মোবাইল ফোন কিনে না দেওয়ার কারণে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ১৮ সেপ্টেম্বর বুধবার, গোপালপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্রীর নাম মেঘলা তারা।

ঘটনার দিন মেঘলা স্কুল থেকে বাড়ি ফিরে তার বাবার কাছে মোবাইল চেয়েছিল। কিন্তু তার বাবা কাজের জন্য ব্যস্ত থাকায় মোবাইল দিতে পারেননি এবং বাইরে চলে যান। বাবার এই প্রতিক্রিয়ায় অভিমানে মেঘলা ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করে। মেঘলার মা সেই সময় রান্নাঘরে ব্যস্ত ছিলেন এবং বাবাও বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একা থাকার সময়ই মেঘলা এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

বাবা বাড়ি ফিরে ঘরে ঢুকতেই মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মেঘলাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেঘলার মা জানিয়েছেন, মেঘলা প্রায়ই টিকটক ভিডিও করতো এবং নিজেই টিকটক আইডি খুলে ভিডিও আপলোড করতো। ঘটনার দিন মেঘলা স্কুলে চারুকারু পরীক্ষার জন্য গিয়েছিল, কিন্তু পরীক্ষা না হওয়ায় বাড়িতে ফিরে আসে। এরপর বাড়িতে থাকা অবস্থায়ই এই ঘটনা ঘটে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান এই ঘটনার পর জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং তদন্তের মাধ্যমে সঠিক ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments