বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত

Date: 2024-10-23
news-banner
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি।

আজ বুধবার (২৩ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, এই প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনও অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছে, দানার প্রভাবে সৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত, যা চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে।

Leave Your Comments