বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় 'ডানা': পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আগাম সতর্কতা, পর্যটক সরিয়ে নেওয়ার নির্দেশ

Date: 2024-10-22
news-banner
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'ডানা' এখনও তৈরি হয়নি, তবে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগাম সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় তৈরি হলে এটি সাগরদ্বীপ ও পুরীর মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে।

ওড়িশার পর্যটন শহর পুরী ইতোমধ্যেই পর্যটকশূন্য করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যেই সমস্ত পর্যটকদের শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বুধবারের আগেই পর্যটক ও তীর্থযাত্রীদের পুরী ছাড়তে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার পুরী ভ্রমণে আসতে পর্যটকদের নিষেধ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুই জেলা— পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগাম সতর্কতা গ্রহণ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে, যেমন নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা ও বকখালি-সহ বিভিন্ন স্থানে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। দুর্যোগের মোকাবিলায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ফ্লাড শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। কাকদ্বীপে ইতোমধ্যেই একটি কন্ট্রোল রুম চালু করেছে মহকুমা প্রশাসন।

এদিকে, পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি ও তাজপুরের মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকেও বিশেষ নজরে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ আগামী কয়েক দিন সমুদ্রস্নানে না যান এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুই রাজ্যের প্রশাসন ঘূর্ণিঝড় 'ডানা'র সম্ভাব্য আঘাত মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

Leave Your Comments