মসজিদের দান বাক্সের টাকা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, আহত ৫০

Date: 2024-09-20
news-banner

স্বাধীন ডেস্ক :

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামে মসজিদের দান বক্সের জমা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটে শুক্রবার, ২০ সেপ্টেম্বর, জুমার নামাজের পর। মূলত মসজিদের দান বক্সের টাকা নিতে গেলে সাবেক সভাপতি আনুয়ার মিয়া এবং মেম্বার মনসুর মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে মসজিদের ভেতরেই হাতাহাতি শুরু হয়, যা পরে রাস্তায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম এবং ইটপাটকেল ব্যবহার করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- শামীম মিয়া (৪২), রাশেদ মিয়া (৩০), এনামুল মিয়া (৩০), ডালিম মিয়া (২৫), সাজু মিয়া (৩৫), জুবেদ মিয়া (৬৫), মনছুর মিয়া (৩৫), জিয়ায়ুর মিয়া (৩৪), আকিবুর মিয়া (২০), আজাদ মিয়া (২২) এবং আছকির মিয়া (৩০)। তাদেরকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মজলিশপুর গ্রামে নেতৃত্বের বিরোধ চলছে, যা একাধিকবার সালিশ বৈঠকে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পুরোপুরি সমাধান হয়নি।

বানিয়াচং থানার ওসি আমিনুল ইসলাম জানান, মসজিদের মোতাওয়াল্লির সঙ্গে বিরোধের কারণেই সংঘর্ষ শুরু হয়, তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার অবস্থা শান্ত হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


Leave Your Comments