সাইবার নিরাপত্তা আইনের মামলায় নায়েক সজিব সরকার এবং কনস্টেবল শোয়াইবুর রহমান গ্রেপ্তার
Date: 2024-09-17
স্বাধীন ডেস্ক :
রাজধানী ঢাকার শাহজাহানপুর থানায় দায়েরকৃত সাইবার নিরাপত্তা আইনের মামলায় নায়েক সজিব সরকার এবং কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়ানোর অভিযোগ এনেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পারস্পরিক যোগসাজশে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়িয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাদের কর্মকাণ্ডের কারণে জনসাধারণের প্রতি পুলিশ সেবাদানে বাধা সৃষ্টি হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে সরাসরি অভিযুক্ত করা হয়। শাহজাহানপুর থানায় দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো পুলিশের মধ্যে অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারের পর সজিব সরকার ও শোয়াইবুর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা ফেসবুক ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা এবং শত্রুতা ছড়িয়েছেন। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করা হয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more