কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ছাত্রের নাম আজমাইনুল হক (১২), সে কক্সবাজার পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আজমাইনুলের বাবার নাম করুমুল হক, তাদের বাসা কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকায়।
প্রাথমিক সূত্রে জানা যায়, আজমাইনুল ও তার ৯ জন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে আসে। সেখানে তারা ফুটবল খেলছিল। ফুটবল খেলার এক পর্যায়ে তারা গোসলে নামে। এসময় দুইজন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। উপস্থিত অন্যান্য বন্ধুরা এবং জেলেরা দ্রুত উদ্ধার কাজে নেমে একজনকে উদ্ধার করতে সক্ষম হয়, তবে আজমাইনুল এখনো নিখোঁজ রয়েছেন।
সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান জানান, “সকাল সাড়ে আটটার দিকে শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে আজমাইনুল নিখোঁজ হয়। আমরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করি এবং একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।”
আজমাইনুল হকের বড় ভাই আশফাকুল হক জানান, আজমাইনুল সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। স্কুল শুরু হওয়ার পর তারা জানতে পারেন যে, সে নিখোঁজ রয়েছে। পরে স্কুল শিক্ষকের মাধ্যমে তারা জানতে পারেন, আজমাইনুল স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতে গেছে এবং সেখানে নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে, তবে সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।