চার মাস পর ঢাবি শিক্ষার্থীরা ক্লাশে ফিরলেন

Date: 2024-09-22
news-banner

 স্বাধীন ডেস্ক :

প্রায় চার মাস বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রবিবার, ২২ সেপ্টেম্বর থেকে পুনরায় শুরু হয়েছে। গত ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ছিল। গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহার ছুটি শেষে ১ জুলাই ক্যাম্পাস খুললেও, শিক্ষকরা সরকার ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। একই সময়ে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যোগ দেন। এইসব কারণে ৫ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন চলতে থাকে, যা প্রায় চার মাস পর্যন্ত স্থায়ী হয়।

আজ থেকে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য বর্ষগুলোর ক্লাস শুরু হয়েছে, তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। দীর্ঘ সেশনজট নিয়ে শিক্ষার্থীরা হতাশ, কারণ বন্ধ থাকার কারণে তাদের অনেকের অনার্স সমাপ্ত করতে বিলম্ব হচ্ছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৈবুর রহমান সিফাত জানান, তারা সেশনজটে পড়েছেন এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা কোর্স শেষ করে ফেললেও তাদের এখনও একটি সেমিস্টার বাকি। তিনি আশা করছেন, এ বছরের মধ্যেই তাদের অনার্স শেষ করা হবে, না হলে চাকরির সুযোগ মিস হয়ে যেতে পারে।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিন আলম বলেন, তাদের অষ্টম সেমিস্টারের একটি পরীক্ষার পর রুটিন স্থগিত করা হয়। তবে ক্লাস শুরু হলেও নতুন রুটিন এখনও প্রকাশিত হয়নি। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই রুটিন প্রকাশ করে পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।


Leave Your Comments