চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তি ও সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের আহ্বান ফরহাদ মজহারের

Date: 2024-11-26
news-banner

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার। মঙ্গলবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে এক বার্তায় তিনি এই আহ্বান জানান এবং ‘আত্মঘাতী সাম্প্রদায়িক’ রাজনীতি বন্ধের দাবি করেন।

ফরহাদ মজহার বলেন, “হিন্দু মানেই দিল্লির দালাল, বিজেপির এজেন্ট, বা হিন্দুত্ববাদী—এই ধরনের ঘৃণাবোধক সাম্প্রদায়িক ট্যাগিং পরিহার করুন।” তিনি সতর্ক করে দিয়ে আরও বলেন, আন্তর্জাতিক ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পক্ষে নয়। ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এটি মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি জোর দিয়ে বলেন, “সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম ও জাতিসত্তা নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের নাগরিক ও মানবিক অধিকার রক্ষা করা উচিত। যারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করেন এবং গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছেন, তাদের সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে সরব হন চিন্ময় কৃষ্ণ দাশ ব্রক্ষচারী। এরপর গত ৩০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

ফরহাদ মজহার তার বক্তব্যে চিন্ময়ের মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা নিরসনে জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “এখন সময় এসেছে সত্য ও মানবিকতা প্রতিষ্ঠার। বিভেদের রাজনীতি দেশ ও জনগণের জন্য আত্মঘাতী হবে।”

চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে ফরহাদ মজহারের এই বক্তব্যকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমত প্রকাশ করেছেন।

Leave Your Comments