চট্টগ্রামে একটি রিক্সা গ্যারেজে আগুন

Date: 2024-09-25
news-banner

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বগার বিল এলাকায় একটি রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ভোর ৫টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গ্যারেজটিতে ব্যাটারিচালিত রিকশা রাখা হতো এবং এর আশপাশে দোকানপাট ও বসতি ছিল, যা অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (ভোর সাড়ে ৫টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অঞ্চলটির বাসিন্দা মাহবুব আলম জানিয়েছেন যে গ্যারেজের পাশেই অনেক দোকানপাট ও ঘরবাড়ি রয়েছে, ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো জানা যায়নি।


Leave Your Comments