চট্টগ্রামে ডিমের অস্বাভাবিক দাম ও মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Date: 2024-10-06
news-banner

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে অস্বাভাবিক দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান। উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ক্রেতাদের সঠিক সেবা নিশ্চিত করতে তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকা এবং ডিমের অস্বাভাবিক দামের কারণে মতিনের ডিমের দোকানকে ২০ হাজার টাকা, আবুল বশর সওদাগরের ডিমের দোকানকে ১০ হাজার টাকা, এবং সালমা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, মূল্য তালিকা না থাকার অপরাধে গরীবে নেওয়াজ মুরগির দোকানকে ৩ হাজার টাকা, শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা, এবং লোকমানের মরিচের পাইকারি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এই উদ্যোগে বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতাদের অধিকার সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Leave Your Comments