স্বাধীন ডেস্ক :
১৮ সেপ্টেম্বর একটি আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে, যা বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে গ্রহণটি শুরু হবে এবং সকাল ৮টা ৪৪ মিনিটে চন্দ্রগ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণটি শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে। তবে, বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না।
যারা এই চন্দ্রগ্রহণটি সরাসরি দেখতে সক্ষম হবেন, তারা হলেন ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকার বাসিন্দারা।
চন্দ্রগ্রহণ মূলত তখন ঘটে, যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। আংশিক চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া পুরো চাঁদকে ঢেকে ফেলে না, বরং চাঁদের একটি অংশ ঢেকে যায়, যার ফলে আংশিকভাবে গ্রহণ দেখা যায়।
এই ধরনের মহাজাগতিক ঘটনা সাধারণত অনেক আগ্রহী মানুষকে আকর্ষণ করে, বিশেষত সেসব অঞ্চলে, যেখানে এটি দৃশ্যমান।