চট্টগ্রামে গভীর রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; প্রতিবাদে পাল্টা কর্মসূচি
Date: 2024-10-19
চট্টগ্রামে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মী সড়কে মিছিল করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ, এবং তারা মোটরসাইকেলে করে মিছিলস্থলে আসে।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেয়। তবে মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের তিনটি ভিডিও প্রকাশিত হলে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়। পেজে উল্লেখ করা হয়, "চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।"
এদিকে, আওয়ামী লীগের এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের বক্তব্য অনুযায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ এ ধরনের কর্মসূচি পালনের সাহস দেখিয়েছে। তারা অভিযোগ করেছে যে, অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুক্রবার রাতেই পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ জানান, "খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে।" তিনি দলমত নির্বিশেষে সব ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more