চট্টগ্রামে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চালু: মেয়র ডা. শাহাদাত হোসেন

Date: 2024-11-09
news-banner

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন পদক্ষেপ হিসেবে নগরবাসীর জন্য বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ চালু করা হয়েছে। শুক্রবার দক্ষিণ খুলশী এলাকায় চসিক ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র জানান, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ফলে নগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এজন্য মেমন হাসপাতালে একটি ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গঠন করা হয়েছে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নগরবাসী এখানে এসে বিনামূল্যে এনএস-১ এন্টিজেন টেস্ট করাতে পারবেন। তিনি আরও উল্লেখ করেন যে, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় প্রস্তুত রয়েছে চিকিৎসক দল।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর জোর দিয়ে মেয়র বলেন, “আমরা বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি এবং মশার লার্ভা ধ্বংস করতে নিয়মিত স্প্রে করা হচ্ছে। জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায় যা ডেঙ্গু রোগের মূল কারণ। তাই নগরবাসীকে বাড়ির আঙ্গিনা, ছাদ বা বারান্দায় পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফুলের টব বা পানির পাত্র খালি রাখার অভ্যাস গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ খুলশী চসিক জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইকবাল, বিএনপি নেতা একরামুল করিম, এমএ আজিজ, এবং ইয়াছিন চৌধুরী লিটনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চট্টগ্রাম সিটি করপোরেশনের এই পদক্ষেপ নগরবাসীর মধ্যে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে

Leave Your Comments