চট্টগ্রামে এপিপি সাইফুল ইসলাম আলিফ হত্যায় তীব্র নিন্দা: জামায়াতে ইসলামী

Date: 2024-11-27
news-banner

চট্টগ্রামে জজ আদালতের এপিপি এবং তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে "জঘন্য এবং নিন্দনীয় অপরাধ" হিসেবে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “চট্টগ্রামে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ড একটি চরম অপরাধ। একটি গোষ্ঠী দেশকে অস্থির করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই অপতৎপরতা অতীতের মতোই ব্যর্থ হবে।"

এপিপি সাইফুল ইসলাম আলিফের মৃত্যুকে তিনি গভীর শোকের সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “তার আত্মত্যাগ দেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দেশপ্রেমিক জনগণকে উসকানিমূলক কর্মকাণ্ডে ধৈর্য ধরার আহ্বান জানাই।"

তিনি আরও বলেন, "এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দেশের বিভিন্ন মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

Leave Your Comments