ছাত্র ঐক্যের আহ্বান: বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় একসঙ্গে কাজের প্রতিজ্ঞা

Date: 2024-12-06
news-banner
বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিরোধে দেশের সকল ছাত্র সংগঠনগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা। বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র-ঐক্য’ শীর্ষক সমাবেশে এ বিষয়ে একমত পোষণ করেন নেতারা।

সমাবেশে বক্তারা বর্তমান পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বর্তমান সংকটময় পরিস্থিতিতে ছাত্র সমাজের একতাবদ্ধ হওয়া অপরিহার্য। দেশের যে কোনো ক্লান্তিলগ্নে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। বিএনপি এই ঐক্যের ডাককে সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় ঐক্যের বিকল্প নেই। অতীতেও ছাত্র-জনতার ঐক্য সরকারের দমননীতি ব্যর্থ করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই ঐক্যের গুরুত্ব আরও বেড়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমানে যারা একতাবদ্ধ না থেকে হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন, ভবিষ্যতে তারাই দায়ী হতে পারেন। তাই ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে।”

জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম অভিযোগ করেন, “বিপ্লবের পর ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সব ছাত্র সংগঠনের মতামত জরুরি।”

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আন্দোলনের পর কেন আবার নতুন করে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে? ছাত্র জনতার রক্তের মূল্যায়ন করতে হবে। দেশ চালাতে সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবি জানান।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “শেখ হাসিনা আগের শাসকদের ভুল থেকে শিক্ষা নেননি। ভারতের সাম্রাজ্যবাদী নীতি ও মিডিয়ার প্ররোচনা মোকাবিলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশের সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, জাস্টিস ফর জুলাই এর আহ্বায়ক সজিবুর রহমান, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল বাশার আজিজীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে ছাত্র সংগঠনগুলোর নেতারা একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে সবার সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

Leave Your Comments