ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা
Date: 2024-11-11
অন্তর্বর্তী সরকারে ছাত্র-জনতার অংশীদারত্ববিহীন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার ফেসবুকে একটি পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, আজ বিকেল ৪টায় রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
হাসনাতের ফেসবুক পোস্ট অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুতে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করেছিল। তবে একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিকেল ৪টায় মানববন্ধনের আয়োজন করেছে। সমমনা কর্মসূচির কারণে উভয় সংগঠন একত্রে বিকেল ৪টায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তিনজন নতুন উপদেষ্টাকে শপথ পাঠ করান। তারা হলেন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ নিয়োগের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।
এর আগে গতকাল আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েত কর্মসূচি পালন করে। এতে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবিরের সভাপতি সাদিক কাইয়ুমসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more