নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া রাজশাহীতে শিক্ষার্থীদের হাতে আটক

Date: 2024-10-27
news-banner

 রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করে আটক করেন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করেন। পুলিশ পরে তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

আটক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। জানা যায়, আজ তার ইসলামিক স্ট্যাডিজের তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল। তাকে কেন আটক করা হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

বোয়ালিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Leave Your Comments