চাঁদপুরে নদী বন্দর পরিদর্শনে ব্রিগেডিয়ার সাখাওয়াত: ভারত প্রসঙ্গে কড়া মন্তব্য

Date: 2024-12-03
news-banner

নৌ পরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, "আমরা প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি পায়ে পড়ে ঝগড়া করে, তাহলে বাংলাদেশিরা আর ওই দেশমুখী হবে না।"

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চাঁদপুর আধুনিক নদী বন্দর নির্মাণকাজ পরিদর্শন শেষে লঞ্চঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারত প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, "ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল। তবে ওনাদের কারণে সেই সম্পর্ক খারাপ পর্যায়ে এসেছে। ভারতীয় হাইকমিশনারকে তলব করার কথা শুনেছি। যদি তা না হয়ে থাকে, তাহলে তলব করা হবে। গণমাধ্যমের প্রতি অনুরোধ, উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবেন না।"

তিনি আরও বলেন, "আমাদের দেশে সব ধর্মের মানুষ আছেন, তাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। ভারতের গণমাধ্যমের উচিত তাদের নাগরিকদের উত্তেজিত না করা। বাংলাদেশ ১৮ কোটি জনগণের দেশ; আমাদের অবহেলা করা উচিত নয়।"

চাঁদপুর আধুনিক নদী বন্দরের নির্মাণকাজে পূর্বের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, "যে অনিয়ম হয়েছে তা এখন তুলে আনা সম্ভব নয়। তবে এখন থেকে কাজের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উন্নয়ন কাজ জনগণের জন্য, কোনো আপোস করা হবে না।"

তিনি চাঁদপুরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, "আপনাদের যা কিছু সহযোগিতা করা প্রয়োজন, তা করুন। নির্মাণে কোনো অনিয়ম দেখলে আমাদের জানাবেন।"

মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, "ঢাকা থেকে আসার পথে ষাটনল এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখেছি। ছবি তুলে রেখেছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।"

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং বিআইডাব্লিউটিএর স্থানীয় কর্মকর্তারা।

বন্দর নির্মাণের অগ্রগতি নিশ্চিত করতে এবং অবৈধ কার্যকলাপ দমনে সংশ্লিষ্ট সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।

Leave Your Comments