চাঁদপুরে ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত: শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

Date: 2024-10-05
news-banner

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ২৭ মে জেলায় সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে সদর এলাকায়।

শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে জেলায় অবিরাম বৃষ্টিপাত চলছে। ফলে শহরের নাজির পাড়া, প্রফেসর পাড়া, মিশন রোডসহ আরও বেশ কিছু এলাকায় রাস্তা ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কার না থাকার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে জলাবদ্ধতার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

শহরের নাজির পাড়ার বাসিন্দা মামুনুর রশিদ জানান, তাদের বাসার নিচতলায় হাঁটুসমান পানি উঠে গেছে। একই পরিস্থিতি পালপাড়ার মাজহারুল ইসলাম এবং বাবুরহাট এলাকার সাইমের বাসাতেও দেখা দিয়েছে। এসব এলাকায় ড্রেন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়েব জানান, ৪ অক্টোবর সকাল ৯টা থেকে ৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ২৫০ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় আরও কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

Leave Your Comments