সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের পরও শিক্ষার্থীদের সঙ্গে এই ৩৫ বছরের দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে, তা তিনি আশা করেননি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আয়োজিত মহাসমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। ইলিয়াস কাঞ্চন বলেন, “আমাদের সবার আশা ছিল যে এ রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনও চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে আমার সন্তানদের কষ্ট পেতে হবে এবং রাস্তায় নামতে হবে, এটি আমি কখনও ভাবিনি।”
তিনি আরও বলেন, "ছাত্ররা শুধু তাদের অধিকার চাইছে, তারা চাকরির দাবি করছে না বা সহানুভূতিও চায় না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেতে চায়। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আমার অনুরোধ, এই যৌক্তিক দাবি মেনে নিন। যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে এই দাবিতে রাস্তায় দাঁড়াতে না হয়।”
ইলিয়াস কাঞ্চন উপদেষ্টা পরিষদকে উদ্দেশ্য করে বলেন, “আপনারাও এক সময় ছাত্র ছিলেন, বিভিন্ন দাবিতে আন্দোলন করেছেন। তাহলে আজ কেন এই ছাত্রদের প্রতি সহমর্মিতা নেই? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশটিকে এই জায়গায় আনা হয়েছে, তবে কেন এখনো চাকরিতে বয়সসীমার ক্ষেত্রে বৈষম্য রাখা হয়েছে?”
এর আগে সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ (শর্তসাপেক্ষে উন্মুক্ত)’ ব্যানারে মহাসমাবেশ শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীরা এতে যোগ দেন এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।