নেত্রকোনায় চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

Date: 2025-01-07
news-banner

নেত্রকোনায় পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নেতাদের ভাষ্যমতে, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবহন খাতে চাঁদাবাজি চলছে। সিনিয়র চালক সৈয়দ শাহজাহান আহমেদ ও জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান দাবি করেন, “রিপনের নেতৃত্বে সংগঠিত এই চাঁদাবাজির প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করলে রিপন ও তার অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এতে নান্টু মিয়া, আজগর আলী, সুজন মিয়া, সাদ্দাম মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে শ্রমিকদলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, গত শনিবার চাঁদাবাজি ও অন্যান্য অনিয়মের অভিযোগে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটি রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। স্থানীয় সূত্রগুলো জানায়, রিপন স্থানীয় পরিবহন খাতে, বিশেষ করে অটোরিকশা ও অন্যান্য যানবাহনে নিয়মিত চাঁদা আদায় করে আসছেন। এর ফলে সাধারণ শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

শ্রমিকরা দাবি করছেন, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে শ্রমিক দল ও প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ঘটনার ফলে নেত্রকোনার শ্রমিক মহলে উত্তেজনা বিরাজ করছে।

Leave Your Comments