স্বরূপকাঠিতে চাঁদাবাজি করার সময় বিএনপির ৪ কর্মী সেনাবাহিনীর অভিযানে আটক

Date: 2024-11-02
news-banner
পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় চার বিএনপি সমর্থককে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়কে টহল অভিযান চলাকালে সেনা সদস্যরা তাদের আটক করেন। আটকের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন, এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। স্থানীয়রা জানিয়েছেন, তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তবে বিএনপির স্বরূপকাঠি উপজেলা আহ্বায়ক ওয়াহেদুজ্জামান ওয়াহেদ জানান, তাদের দলে এই ব্যক্তিদের কোনো পদপদবি নেই এবং তারা বিএনপির কেউ নন।

নেছারাবাদ সেনা ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আটক ব্যক্তিরা স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা তুলছিলেন। তাদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, আটক ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও তারা অবৈধ চাঁদা তুলছিলেন।

অন্যদিকে, আটক ব্যক্তিরা দাবি করেছেন যে তারা পৌর স্ট্যান্ডের ইজারা নিয়ে রসিদের মাধ্যমে বৈধভাবে চাঁদা তুলছিলেন।

Leave Your Comments