ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক নেতা মেহেদি হাসান লেলিন গ্রেপ্তার

Date: 2024-10-31
news-banner
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, মেহেদি হাসান লেলিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে মাদ্রাসা ছাত্র হত্যাকাণ্ড, ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণ ঘটনার অভিযোগ রয়েছে। এর আগে তার বিরুদ্ধে অস্ত্র মামলাও ছিল। গ্রেপ্তারের পর তাকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।

মেহেদি হাসান লেলিন ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।

Leave Your Comments