বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

Date: 2024-09-24
news-banner

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পানিকাটা গ্রামে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে, যেখানে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করে। গ্রামের লোকজন একটি পুরুষ ব্যাঙ ও একটি স্ত্রী ব্যাঙ ধরে এনে তাদের বিয়ের আচার পালন করে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই ধরনের ব্যাঙের বিয়ের রীতি তাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। যখনই কোনো বছর এলাকায় অনাবৃষ্টি দেখা দেয়, তখন গ্রামবাসীরা বৃষ্টির প্রার্থনায় এ ধরনের বিয়ের আয়োজন করে। স্থানীয়ভাবে এটি 'ব্যাঙা-ব্যাঙির বিয়ে' নামে পরিচিত।

ব্যাঙের এই বিয়ের সময় গ্রামবাসীরা বৃষ্টির জন্য প্রার্থনা করে ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’ এই ধরণের স্লোগান দেয় এবং আঞ্চলিক বিয়ের গান গেয়ে নাচে মেতে ওঠে। বিয়ের অনুষ্ঠান ঘিরে তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান গ্রামবাসীর মধ্যে ঐক্য এবং প্রাচীন সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে।

Leave Your Comments