দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, শেরপুর এবং জামালপুর জেলার কয়েকটি উপজেলার উপর আজ দুপুর ২ টা থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের তথ্য অনুযায়ী, এই সময়ে উল্লেখিত এলাকায় সাময়িক বৃষ্টি হতে পারে, যা তাপমাত্রা কমিয়ে আনার পাশাপাশি কৃষিকাজের জন্যও সহায়ক হতে পারে।
মোস্তফা কামাল পলাশ জানান, এই বৃষ্টিপাত মৌসুমি প্রভাবের অংশ হিসেবে হতে পারে। উত্তরাঞ্চলে এর প্রভাব সরাসরি তাপমাত্রায় কিছুটা কমতির লক্ষণ দেখা দেবে, যা চলমান গরমে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। বিশেষ করে কৃষকরা এই বৃষ্টিকে স্বাগত জানাবে, কারণ এতে মাঠে রোপিত ধান ও অন্যান্য শস্যের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা আসতে পারে।
তবে এ বৃষ্টিপাত খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেও তিনি উল্লেখ করেন। হালকা থেকে মাঝারি মাত্রার এই বৃষ্টিপাত কৃষি কাজে সহায়ক হলেও যাতায়াতের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটতে পারে।