সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি, প্রজ্ঞাপন ছাড়া স্থান না ছাড়ার ঘোষণা
Date: 2024-10-21
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা এবং প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আন্দোলনকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি তারা দীর্ঘ ১২ বছর ধরে জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বাড়ছে। একজন আন্দোলনকারী হাবিবুর রহমান বলেন, "আমরা আজকে শাহবাগে একত্রিত হয়েছি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের একমাত্র দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করা হোক। আজ আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরবো না।"
আন্দোলনকারীরা উল্লেখ করেন, ১৯৯১ সালে যখন চাকরিতে আবেদনের বয়সসীমা ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়েছিল, তখন দেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে গড় আয়ু বেড়ে ৭৩ বছরে দাঁড়িয়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা অপরিবর্তিত রেখে ৩০ বছরে সীমাবদ্ধ রাখা হয়েছে। এ কারণে তারা বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরছেন। আন্দোলনকারীরা আরও বলেন, গড় আয়ু বৃদ্ধির ফলে অবসরের বয়সসীমা ২০১১ সালে ৫৭ থেকে ৫৯ বছর করা হলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি।
আন্দোলনকারীরা দাবি করছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more