নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে সক্রিয় শিক্ষার্থীরা ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে সাইনবোর্ডটি টানানো হয়।
শিক্ষার্থীদের এই পদক্ষেপে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা, যাদের মধ্যে আরমান হোসেন ও সাদনান সাকিব উল্লেখযোগ্য। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হলেও বহুদিন থেকেই এটি ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ হিসেবে পরিচিত করার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। আরমান হোসেন বলেন, “নওগাঁয় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই আমরা নাম পরিবর্তনের জন্য আন্দোলন করেছি। আমাদের উদ্যোগে নতুন সাইনবোর্ড লাগিয়ে নিজেদের দাবি প্রকাশ করেছি, যা আমাদের জন্য গর্বের।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে কোনো ধরনের রাজনৈতিক অপপ্রচার যাতে না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক থাকব।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাম পরিবর্তনের দাবির বিষয়ে কাজ করছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। উপাচার্য ড. মোহা. হাছানাত আলী এই মুহূর্তে ঢাকায় অবস্থান করায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে, কারণ তার ফোন বন্ধ পাওয়া গেছে।
শিক্ষার্থীদের এই পদক্ষেপ শিক্ষাঙ্গনের নামকরণ নিয়ে নতুন আলোচনা শুরু করেছে, এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।