পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ৬ ছাত্র নিহত

Date: 2024-09-24
news-banner

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের ছত্রিশগড় রাজ্যের রাজনন্দগাঁও এলাকায় বজ্রপাতে ৬ জন একাদশ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ছাত্ররা স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টির কবলে পড়ে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তারা গাছের তলায় আশ্রয় নেয়, কিন্তু ঠিক তখনই বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এছাড়াও এই দুর্ঘটনায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার মোহিত গর্গ।

জেলাশাসক সঞ্জয় আগরওয়াল এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানান। রাজ্য সরকার নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে এবং আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ ঘটনায় আবহাওয়া দফতরও সতর্কবার্তা দিয়েছে, যাতে লোকজনকে বজ্রপাতের সময় খোলা জায়গায় বা গাছের তলায় আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


Leave Your Comments