ড. ইউনুস ও মোদির বৈঠক এখনো চুড়ান্ত হয় নাই- ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি
Date: 2024-09-19
স্বাধীন ডেস্ক :
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। মোদি ও ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিক্রম মিশ্রি জানান যে, কয়েকটি দেশের প্রধানদের সঙ্গে নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কাজ চলছে, তবে সবকিছুই নির্ভর করছে নেতাদের উপস্থিতির ওপর। ফলে এই বৈঠকগুলো এখনও চূড়ান্ত করা হয়নি।
বিক্রম মিশ্রি আরও নিশ্চিত করেন যে, আগামী ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড লিডারস সামিটে নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তবে মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারেননি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘দ্য সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায় ভাষণ দেবেন এবং অধিবেশনের ফাঁকে আরও কয়েকটি অতিরিক্ত দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিন্তু এসব বৈঠকের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এছাড়া মোদি ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক সম্পর্কেও পররাষ্ট্রসচিব কোনো নিশ্চয়তা দেননি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more