পটুয়াখালীর বাউফলে অনুষ্ঠিত যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ যুবকদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, "যৌবনকালে আল্লাহর রাসুল (সা.) সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য এবং হিংসা-বিদ্বেষ, নিপীড়ন ও নির্যাতন বন্ধে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন গঠন করেছিলেন। বর্তমান যুবকদেরও সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য সেই ধারাবাহিকতায় এগিয়ে আসতে হবে।"
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাউফল উপজেলা জামায়াতের অঙ্গসংগঠন যুব বিভাগের আয়োজিত এই যুব সম্মেলনে শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, “রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বৈষম্যহীন, হানাহানি ও মাদকমুক্ত একটি সুশিক্ষিত সমাজ বিনির্মাণে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবকরা নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হলে ভবিষ্যতে একটি উন্নত ও সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ারবাজার লুণ্ঠন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে চলা আন্দোলনে যে তরুণরা নেতৃত্ব দিয়েছেন, সেই আবু সাঈদ ও মীর মুগ্ধরা জীবন উৎসর্গ করে প্রমাণ করেছেন যে যুবকরা ঐক্যবদ্ধ হলে সমাজে পরিবর্তন সম্ভব। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের ধারা অব্যাহত রাখতে বর্তমান যুবসমাজেরও সাহসী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি, উপজেলা যুব বিভাগের মো. রাসেল মাহমুদ ছাড়াও জামায়াতের সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুস সোবহান, উপজেলা আমির মো. রফিকুল্লাহ এবং মো. আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা যুবসমাজকে জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন এবং সকল প্রকার বৈষম্য দূর করতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে যুবকদের অঙ্গীকারের মাধ্যমে, একটি ন্যায়বিচারপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।