বগুড়ায় একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিলেন অনন্যা মোদক

Date: 2024-10-21
news-banner
বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে রোববার রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক। অনন্যা মোদক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চা দোকানি রতন মোদকের স্ত্রী। অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেছেন ডা. চিত্রলেখা কুন্ডু।

অনন্যা মোদকের পরিবারের লোকজন জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে রতন মোদকের সঙ্গে বিয়ে হয় অনন্যার। শারীরিক জটিলতার কারণে অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি। অবশেষে চিকিৎসার তত্ত্বাবধানে ৯ মাস আগে অনন্যা অন্তঃসত্ত্বা হন। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তারা আগেই জানতে পেরেছিলেন যে ৪ সন্তানের আগমন ঘটতে চলেছে। এই কারণে পরিবারের সবাই প্রস্তুত ছিলেন, এবং নবজাতকদের জন্মের খবরে স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, "সিজারের পর অনন্যা ও তার ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।"

Leave Your Comments