বিএনপি নেতাদের সঙ্গে ঢাকাস্থ সুইডিশ, নরওয়েজিয়ান ও ডেনিশ কূটনীতিকদের বৈঠক

Date: 2024-10-06
news-banner
 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন-এর সঙ্গে একটি বৈঠক করেছেন। রবিবার সকালে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ এবং ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তবে রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে। এ বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave Your Comments