বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, "এমন বোল্ড অ্যান্ড লাউড স্ট্যান্ডের জন্য বিএনপিকে ধন্যবাদ।"
দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, "পতিত আওয়ামী লীগ সরকার যখন জামায়াত নিষিদ্ধ করেছিল, তখন আমরা প্রতিবাদ করেছিলাম। আশা করব, অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য বা কাজ গণতান্ত্রিক শক্তির ঐক্যে ফাটল ধরাবে না।"
রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে। তিনি বলেন, "হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বৈরাচারবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা যেন কোনোভাবেই দুর্বল না হয়।"
রিজভী ভারত সরকারের ভূমিকা ও সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গে বলেন, "ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও একটি বিশেষ গোষ্ঠীকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিকল্পনা করছে।" তিনি ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক জরিপের উল্লেখ করে বলেন, "৬৪.১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে।"
তিনি আরও বলেন, ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রতিনিয়ত বাড়ছে। মুসলমান এবং খ্রিষ্টানরা উভয়ই নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের বসতভিটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যা সাম্প্রদায়িক নির্যাতনের বড় উদাহরণ।
এই বক্তব্যের পর হাসনাত আব্দুল্লাহ বিএনপির এ অবস্থানকে সাহসী ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার স্ট্যাটাসে তিনি বিএনপির ভূমিকার প্রশংসা করে বলেন, "গণতন্ত্র রক্ষায় এমন সাহসী অবস্থান সময়ের দাবি ছিল।"
হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস এবং বিএনপির অবস্থান সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা এবং ঐক্যের বিষয়ে নতুন আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের বক্তব্য দেশে গণতান্ত্রিক ঐক্য জোরদার করতে ভূমিকা রাখতে পারে।